ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ২৩ মার্চ ২০২৩ , ৮:১৩:১৯
পাবনার ভাঙ্গুড়ায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনার এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মামুনূর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ’পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় ৫শ’ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট বীজ বিতরণ করা হবে। এসকল কৃষকদের ১ কেজি করে বিজেআরআই তোষা পাট ৮ (রবি-১) জাতের পাট বীজ দেওয়া হবে।’