খেলাধুলা

ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : ২৭ জুলাই ২০২৩ , ৯:৪২:৪৯

পাবনার ভাঙ্গুড়ায় সওদাগর পাড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সালমান ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে নজর ফুটবল একাদশ জয়লাভ করে।

সন্ধ্যায় খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার সভাপতি রাজ রায়হান, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী’র বিপিএড শিক্ষার্থী শেখ সাখাওয়াত হোসেন।