খেলাধুলা

ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  সবুজ আলো প্রতিবেদক ১৮ জুন ২০২৩ , ৯:৩৮:৫৪

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় মন্ডতোষ ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী মাস্টার, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু প্রমুখ।

টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, হেদায়েতুল্লাহ, আব্দুল হামিদ ও বিএম ছানাউল্লাহ।ধারা বর্ণনায় ছিলেন শেখ সাখাওয়াত হোসেন ও ফিরোজ মাহমুদ।