পাবনা

ভাঙ্গুড়ায় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

  সবুজ আলো প্রতিবেদক ২৩ মে ২০২৩ , ১০:৫০:৫৪

বজ্রপাতে নিহত দুই কৃষি শ্রমিক।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বজ্রপাতে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহরের দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নিহত দু’জন হলেন- চাটমোহর উপজেলার ছাইকোলো গ্রামের নদীপাড়া এলাকার মৃত শহিদ আলীর ছেলে শাকিল হোসেন (১৯), ও মনির মাঝির ছেলে রমিজ উদ্দিন (২৬)। অসুস্থদের মধ্যে রফিকুল ইসলাম, শিল্পী খাতুন, কদভানু খাতুন, শের মাহমুদ, সোহেল রানা ও পলাশ হোসেন সবাই ছাইকোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ মে) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান মাঠে। মৃত ও অসুস্থ ব্যক্তিরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের সাথে কয়েকজন নারী শ্রমিক রয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শ্রমিকেরা মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকেরা মাঠের মধ্যে একটি ছাপরা ঘরে আশ্রয় নেন। তখনই কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে।

একটি বজ্র ঐ ঘরের উপর পতিত হলে ঘটনা স্থলে দু’জন শ্রমিক মারা যান। বাকিরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ জানান, বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুত্বর।

দিলপাশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব শ্রমিকদের বেশির ভাগই দরিদ্র ও কাজের জন্য অন্য এলাকা থেকে এসেছিল।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার বজ্রপাতের পৃথক দু’টি ঘটনায় উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয় ও আল্লাহবাদ দাখিল মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।