সবুজ আলো প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৩ , ৭:২০:২৯
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আলোচনাসভা ও দুঃস্থদের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসভার শরৎনগর বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যু্বদলের আহবায়ক ফরিদ আহমেদ।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান,সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন,সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম বুরুজ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, মামুন হোসেন, আশরাফ আলী,আব্দুল আলিম,জামাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ২শ’ দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।