পাবনা

ভাঙ্গুড়ায় লায়ন শামসুল আলমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  সবুজ আলো প্রতিবেদক ১৩ জানুয়ারি ২০২৩ , ৫:২৪:২১

শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন লায়ন শামসুল আলম। ছবি: প্রতিবেদক

পাবনার ভাঙ্গুড়ায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫, বি-২ এর অ্যাডভাইজার ও মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. শামসুল আলমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় আজ শুক্রবার সকালে তার নিজ গ্রাম উপজেলার ভবানীপুরের হতদরিদ্র ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় সমাজসেবক আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য আবদুল মাজেদ, মীর শফিকুল ইসলাম ,সাংবাদিক মনিরুজ্জামান ফারুক, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।