পাবনা

ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ৬ মার্চ ২০২৩ , ৩:২২:৪৬

পাবনার ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ) রাতে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা রকিব উদ্দিন আহমাদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

 

সম্মেলনে আলোচনা রাখেন, বিশিষ্ট ইসলামি গবেষক, সাহিত্যিক ও কলামিষ্ট মাওলানা কাজী ফজলুল করিম, বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি শফি কাসেমী ও বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মনিরুল ইসলাম প্রমুখ।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান, ক্বারী মাওলানা কামরুল ইসলাম, উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মানসুরুল হক, সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ আলী প্রমুখ।

 

এর আগে হামদ্-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।