নিউজ ডেস্ক ১৩ মার্চ ২০২৩ , ৬:৪১:৩২
পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজান মাস উপলক্ষে অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রপরিষদের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন এসব কথা জানান।
বর্তমান অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।