দেশজুড়ে

রাজশাহীতে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

  সবুজ আলো ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৭:৩৭

রাজশাহীতে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা স্বাগত বক্তব্য দেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান আকন্দ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার মো: সাইফউদ্দিন শাহীন প্রমুখ।

বিভাগীয় বইমেলায় এবার ৬০টি বইয়ের স্টল অংশগ্রহণ করছে। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

error: Content is protected !!