নিউজ ডেস্ক ১০ মার্চ ২০২৩ , ৯:৫১:১০
গরুর সঙ্গে ধাক্কা লেগে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে লালমনিরহাটের আমিনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন কাকিনা রেলস্টেশন পার হয়ে তুষভাণ্ডার রেলস্টেশন যাওয়ার পথে আমিনগঞ্জ এলাকায় দুইটি গরুকে ধাক্কা দেয়। এতে একটি গরু মারা যায় অপর গরুটি আহত হয়। এতে বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী রেল পথের ট্রেন চলাচল। পরে নতুন ইঞ্জিন ঘটনাস্থলে এলে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনচালক আরিফুল হক রিংকু গণমাধ্যমে জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।