আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

  সবুজ আলো ডেস্ক ২২ মার্চ ২০২৩ , ৬:৫৫:২৮

ছবি : সংগৃহীত

আফগানিস্তান-পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশাওয়ার ও মুলতান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বরাতে এএফপি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ১৮৭ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহরের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, যা পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত নিকটবর্তী।

প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্প কমপক্ষে ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। মানুষেরা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন।

উল্লেখ্য, গত বছর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছিল ১ হাজার এবং আহত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ।