ধর্ম ও জীবন

শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

  সবুজ আলো অনলাইন ২৩ মার্চ ২০২৩ , ১২:২৫:১৯

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন করছেন বাংলাদেশের শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা পালন শুরু করেছেন।

এর আগে গতকাল বুধবার (২২ মার্চ) রাতে ওইসব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। বৃহস্পতিবার ভোরে সেহরি খেয়ে রোজা শুরু করেন তারা।

জানা গেছে, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান ও দুটি ঈদ পালন করে আসছে।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী জানান, জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বিগত ১০০ বছর ধরে সুরেশ্বরের ভক্ত আশেকানা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছে।

error: Content is protected !!