আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৮ মার্চ ২০২৩ , ৩:১৮:০৩
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ বলেছেন, ‘বিশ্বের বুকে আমরা ধান উৎপাদনে ৩য় স্থান অধিকার করেছি। উম্মুক্ত জলাশয়ে আমরা সারা বিশ্বে ৩য় স্থান অধিকার করেছি।সবচেয়ে গর্বের বিষয় মাছের রাজা ইলিশ, সেই ইলিশ উৎপাদনে সারাবিশ্বে আমরা ১ম স্থান অধিকার করেছি। আর এটা হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।’
শনিবার (১৮ মার্চ) সকালে সিরাজগঞ্জের তাড়াশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ বলেন, ‘শেখ হাসিনা সরকার,কৃষি বান্ধব সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে এখন কৃষকের সারের জন্য জীবন দিতে হয়না। হাতের নাগালে সার পাওয়া যায়। কৃষকদের অর্ধেক ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।’
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম ও উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন, তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ ও তাড়াশ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।