খেলাধুলা

শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

  সবুজ আলো ডেস্ক ৬ নভেম্বর ২০২৩ , ১০:৪৮:৩৯

সাকিব-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

চলমান বিশ্বকাপের ৩৮তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নাজমুল শান্ত-সাকিব আল হাসানের লড়াকু জুটির পর খেই হারালেও শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখল সাকিবের দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৪১.১ ওভারে ২৮২/৭, লক্ষ্য ২৮০ ( তাওহীদ হৃদয় ১৫*, তানজিম ৯*; তানজিদ ৯, লিটন দাস ২৩, সাকিব ৮২, নাজমুল হোসেন শান্ত ৯০, মুশফিকুর রহিম ১০, মাহমুদউল্লাহ ২২, মিরাজ ৩)

শ্রীলঙ্কা ৪৯.৩ ওভারে ২৭৯/১০ ( মাদুশাঙ্কা ০*; দুষ্মন্ত চামিরা ৪, রাজিথা ০, আসালাঙ্কা ১০৮, থিকশানা ২১, ধনাঞ্জয়া ৩৪, ম্যাথুজ ০, সাদিরা ৪১, নিসাঙ্কা ৪১, মেন্ডিস ১৯, পেরেরা ৪)