সবুজ আলো প্রতিবেদক ৪ মে ২০২৩ , ৮:৩০:৪৯
পাবনার সাঁথিয়া উপজেলার বড়পাথাইল হাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
বুধবার (৩ মে) বিকেলে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার বড়পাথাইল হাট এলাকার মোঃ ইয়াসিন মোল্লার ছেলে মোঃ ইমরান মোল্লা (৩৪) ও একই উপজেলার সোনাতলা বড় ক্যানাল এলাকার মৃত জমিন মোল্লা ছেলে মোঃ বাচ্চু মোল্লা (২৯)।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় ইয়াবার চালান নিয়ে ওই এলাকায় ঘুরছিলো দুই যুবক। পরে তাদের শরীর তল্লাশি করে ৩৫৬ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।