পাবনা

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন

  সবুজ আলো ডেস্ক ১৮ জুন ২০২৩ , ১০:২৮:৪৬

ছবি : সংগৃহীত

জামালপুরের বকশিগঞ্জে ৭১ টেলিভিশন উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৮ জুন) বেলা সাড়ে বারোটায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রির্পোটার রাজিউর রহমার রুমী, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক রানা, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাব সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আহমেদ হুমায়ুন কবীর তপু, মোস্তাফিজুর রহমান রাসেলসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০-১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৬ জুন সকালে তাকে বকশীগঞ্জের নীলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হওয়ার পর থেকে বাবু পলাতক ছিলেন। তবে ১৭ জুন সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।