দেশজুড়ে

সিংড়ায় খেলা দেখতে গিয়ে ফুটবল বুকে লেগে কৃষকের মৃত্যু

  নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৮:২৭

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ফুটবল খেলা দেখার সময় বুকে ফুটবল লেগে শুকুর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শুকুর আলী পন্ডুরী গ্রামের মৃত লবা প্রামানিকের ছেলে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে ফুটবল খেলা দেখছিলেন। হঠাৎ গোলপোস্ট ভেদ করে ফুটবল তার বুকে এসে লাগে। শুকুর আলী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশে থাকা দর্শকেরা ছুটে এসে তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন।

 

অবস্থার অবনতি হলে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

error: Content is protected !!