পাবনা

সুজানগরের গাজনার বিলে নৌ-ভ্রমণে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক : ৫ সেপ্টেম্বর ২০২৩ , ২:৫৭:৫৪

নিহত স্কুলছাত্র সৈকত হোসেন।

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে নৌ-ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সৈকত হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজনার বিলের শাখা বাদাই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সৈকত উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে এবং মধুপুর হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে সৈকত তার সহপাঠীদের সাথে মধুপুর এলাকা থেকে গাজনার বিলে নৌ-ভ্রমণে যায়। নৌ-ভ্রমণের কোন এক সময় সে সহপাঠীদের অজান্তে বিলের পানিতে পড়ে যায়। বিলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার স্বাগতা গ্রামের আবুল হাশেম গাজনার বিলের শাখা বাদাই বিলে একটি লাশ ভাসতে দেখে সুজানার থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করলে লাশটি সৈকতের বলে পরিবারের লোকজন শনাক্ত করেন।

এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

error: Content is protected !!