মো. মনিরুজ্জামান মনির ১৭ এপ্রিল ২০২৩ , ৩:০৯:৫৬
পাবনার সুজানগর পৌরসভার মধ্যে অবস্থিত সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পৌর হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান। আরো বক্তব্য দেন, ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আরিফ বিল্লাহ, নয়ন মাহমুদ প্রমুখ।