• Uncategorized

    সুজানগরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

      মোঃ মনিরুজ্জামান মনির 7 February 2023 , 2:29:57

    সুজানগরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করছেন পৌরসভার মেয়র রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা। ছবি : মো: মনিরুজ্জামান মনির

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার আয়োজনে সুজানগরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়।

    উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

    সুজানগর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রাশিদুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা ইসহাক আলী প্রমুখ।