• Uncategorized

    সুজানগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

      মোঃ মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) 7 March 2023 , 12:49:09

    ঐতিহাসিক ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৭ মার্চ) সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুৎ সমিতি, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।