পাবনা

সুজানগরে কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  মো. মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫৭:৪৯

কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার পতাকা উত্তোলনের মুহুর্ত। ছবি : মোঃ মনিরুজ্জামান মনির

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাবনার সুজানগরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, বিআরডিবি উপপরিচালক রেজাউল করিম মিঞা।

ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন,ইউসিসিএ লিমিটেডের প্রধান পরির্দশক সাচ্চু হোসেন।