মোঃ মনিরুজ্জামান মনির ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২০:৪২
সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নব নিযুক্ত সহকারী শিক্ষকগণের বরণ, পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে নব নিযুক্ত সহকারী শিক্ষকগণের বরণ, পরিচিত ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।
এ সময় আরো বক্তব্য রাখেন, নবনিযুক্ত সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।