পাবনা

সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক, সুজানগর (পাবনা) : ১৪ আগস্ট ২০২৩ , ৩:১৯:৩১

বক্তব্য দিচ্ছেন আশা’র রিজোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম।

পাবনার সুজানগরে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী আশা অফিসের স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্য দেন, আশার রিজোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম।

হেলথ সেন্টার ইনচার্জ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য সেবা গ্রহণকারী শিশু, নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!