মো. মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) প্রতিনিধি : ১৪ এপ্রিল ২০২৩ , ৬:০০:১২
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে পাবনার সুজানগরে বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ছবি : এম মনিরুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, সাংস্কৃতিক কর্মী জয়ন্ত কুমার কুন্ডু, উদয় অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান জর্জ।