প্রচ্ছদ » পাবনা » সুজানগরে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুজানগরে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) :
১৪ এপ্রিল ২০২৪ , ১০:১৮:৫১
পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে পান্তা ইলিশ খাওয়া শেষে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, মহিলা কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জ, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।