• Uncategorized

    সুজানগরে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর

      মো. মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) 22 March 2023 , 3:14:06

    পাবনার সুজানগর উপজেলায় ৯৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

    বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    পরে উপজেলা পরিষদ হলরুমে ৯৩ টি পরিবার কে জমিসহ ঘরের (আধাপাকা) দলিল প্রদান করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিন উদ্দিন, কামাল হোসেন, আবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা।

    এ সময় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।