পাবনা

সুজানগরে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  মোঃ মনিরুজ্জামান মনির ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৮:৫১

বক্তব্য রাখছেন আহমেদ ফিরোজ কবির এমপি। ছবি : মনিরুজ্জামান মনির

সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ((১৪ ফেব্রুয়ারি) সকালে পাবনার সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোনয়ন হোসেন।স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক জামিলুর রহমান লিটন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার এন্ড লাইব্রেরী উদ্বোধন করা হয়।