বিনোদন

৫৫ কোটিরও বেশি দেনা, নিলামে সানি দেওলের বাংলো বিক্রির নোটিশ!

  সবুজ আলো ডেস্ক ২০ আগস্ট ২০২৩ , ১০:৪৮:৩৯

বক্স অফিসে বাজিমাত করেছে সানি দেওলের ‘গদর টু’, গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ঠিক সেই মুহূর্তে নিজের বাংলো বিক্রির নোটিশ পেলেন অভিনেতা। ভারতের ব্যাংক অব বারোদা থেকে এই নোটিশ পাঠানো হয়েছে তাকে।

জানা গেছে, ৫৫ কোটি রুপিরও বেশি দেনায় পড়েছেন সানি।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই দেনার বিপরীতে মর্টগেজ হিসেবে অভিনেতার জুহুর বাংলো রয়েছে। বাংলোটির নাম সানি ভিলা। আর গ্যারান্টার হিসেবে ধর্মেন্দ্রর নাম।

সানি দেওলের নেওয়া ঋণের টাকা আদায় করার জন্যই বাংলো বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। সেজন্যই নোটিশ পাঠানো হয়েছে। একটি নোটিশের ছবি প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে জুহুর প্রোপার্টি ৯ সেপ্টেম্বর নিলামে তোলা হবে। এই প্রসঙ্গে সানি দেওল কিংবা ধর্মেন্দ্র এখনও কোনো মন্তব্য করেননি।

সূত্র: খবর হিন্দুস্তান টাইমস বাংলা