পাবনা

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

  মাসুদ রানা ১৩ মে ২০২৩ , ৫:২৪:৩৬

পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে পৌর শহরের সাঁড়া গোপালপুর তহুরুল ইসলাম মানিক হাজীর পুকুর থেকে স্থানীয়রা ৩ শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত ৩ শিশু হলো সাঁড়া গোপালপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (১০), একই এলাকার পাঞ্জুর ছেলে হৃদয় (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।

নিহত জাহিদ মন্ডলের পিতা বাচ্চু মন্ডল জানান, সকাল ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিন চালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল। তারা ৩ জনই প্রায় সমবয়সী।

দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে।