বিনোদন

একা ‘জ্বীন’ দেখলেই লাখ টাকা পুরস্কার!

  সবুজ আলো ডেস্ক ৯ এপ্রিল ২০২৩ , ৬:১৩:১৮

জ্বীন সিনেমায় পূজা চেরী। ছবি : সংগৃহীত

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। প্রেক্ষাগৃহে বসে এই সিনেমা একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা। শনিবার নিজেদের ফেসবুক পেজে এমনই ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

শনিবার (৮ এপ্রিল) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এই ঘোষণার বার্তাটি দেওয়া হয়েছে। পুরস্কারটি পেতে হলে মানতে হবে কিছু শর্ত। যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে।

ওই পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলো ছাত্রদের সাথে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’

‘সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন ‘জ্বীন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’

বিশেষ দ্রষ্টব্য দিয়ে জাজ আরও লিখেছে, ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। হলের বাহিরে একটি অ্যাম্বুলেস থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লাখ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।’

প্রসঙ্গত, জ্বীন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে আছেন আব্দুর নূর সজল। আরও আছেন জিয়াউল রোশান ও জান্নাতুন নূর মুন। এ সিনেমার কাহিনি লিখেছেন প্রযোজক আবদুল আজিজ, চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু।