পাবনা

চাটমোহরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

  সবুজ আলো ডেস্ক ২৮ মে ২০২৩ , ১০:৪১:৩৪

পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসীহ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন।

অপরদিকে, দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।