আন্তর্জাতিক

তুরস্ক – সিরিয়ায় ভূমিকম্প, ৫০ হাজার ছাড়ালো নিহতের সংখ্যা

  নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৯:০৫

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর ভবনগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে - ছবি : সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ংকারী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়বে। ভূমিকম্পে ধসে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত পাওয়া দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ২১৮ জনে পৌঁছেছে। অন্যদিকে, সিরিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। উদ্ধারকাজে বর্তমানে প্রায় আড়াই লাখ কর্মী মাঠে কাজ করছেন।

দুই দেশের (তুরস্ক-সিরিয়া) তথ্য মিলিয়ে নিহতের সর্বশেষ সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৩২ জন।

তুরস্ক কর্তৃপক্ষ বলছে, দেশটির দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় প্রায় ৮৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।