রাজনীতি

মনোনয়ন পেলেন না মাহি

  অনলাইন ডেস্ক ২ জানুয়ারি ২০২৩ , ৪:০৯:০১

মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি দলটি। ওই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সদস্য জিয়াউর রহমানকে। মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহি।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। এদিন রাত সাড়ে ৮টায় গণভবনে দলের বোর্ড সভায় আসন্ন ৬ আসনের উপনির্বাচনে ৩ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

অন্য দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ (ইনু) প্রার্থী দেবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।

ঢালিউড অভিনেত্রী মাহি কিছুদিন আগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।