সাহিত্য

মোহাম্মদ মানিক হোসাইন – এর কবিতা ‘মেঘ কন্যা’

  মোহাম্মদ মানিক হোসাইন ২৬ ডিসেম্বর ২০২২ , ৩:০৮:৩৬

প্রায়ই দেখতে পাই তোমার ছবি
মেঘের মধ্যে মিশে তুমি
মেঘ কন্যা হুসনেয়ারা
দেখি তোমায় আমি।

ধূসর রঙ্গে ভেসে যাওয়া
অপলকহীন চেয়ে থাকি
দূর-আকাশে ভাসছো তুমি।

মিশে যাচ্ছো হাওয়ার টানে
দূর-গগণের দূর-প্রান্তে।
দৃষ্টি যায় যতো দুরে
তোমাকে পাই ততো কাছে।

পলক অপলক হীনেও
মিশে তুমি মনের মাঝে।
রংধনুর রঙ্গে আঁকা
সোনা বধূর ওই চেহারা।

মেঘ কন্যার বৃষ্টি ফোঁটা
আমার দু-চোখের কান্না!!
তোমার ছবিটা মনে বাঁধা
হৃদয়ের ফ্রেমে যত্নে তোলা।

কেন মেঘ হয়ে আকাশে থাকো
বৃথায় কেন দুরে রাখো!!
চলে আসো-ফিরে মেঘ কন্যা
চাই তোমায় এখনো একা।

প্রীতি জড়ানো বধূ জাদু
পাগল করলা শুধু শুধু।
মধু মেশানো হিমু জানু
মেঘ কন্যা সোনা বধূ!!

 

রচনাকাল : ২১/০৭/২০১৪খ্রিঃ