ধর্ম ও জীবন

শুক্রবার রোজা শুরু

  সবুজ আলো ডেস্ক ২২ মার্চ ২০২৩ , ৮:৪৩:১৯

প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশেও রমজানের চাঁদ দেখা যায়নি। মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে শুক্রবার (২৪ মার্চ) থেকে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমজান।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ১৮ এপ্রিল দিনগত রাতে শবে কদর পালিত হবে।

আগের দিন মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সোদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।