নিউজ ডেস্ক 22 March 2023 , 11:35:26
পাবনার চাটমোহরে বাংলাদেশ স্কাউন্টস চাটমোহর উপজেলার আয়োজনে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) উপজেলার মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ক্যাম্পে মহেলা ক্লাস্টার ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন ইউনিট লিডার,
শতাধিক কাব স্কাউট, গার্ল-ইন কাব স্কাউট এবং দুটি উচ্চ বিদ্যালয়ের ৩২ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস, চাটমোহর উপজেলার সম্পাদক মোঃ মোক্তার হোসেন খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্কাউট লিডার ও মুলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুজ্জামান আলো স্যার, ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌসী, ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিট লিডার মোঃ সেকেন্দার আলী, মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিট লিডার মোঃ মকুল হোসেন, রাজশাহীর থ্রী স্টার ওপেন স্কাউট গ্রুপ এর মোঃ জোবায়ের হোসেন সহকারী সম্পাদক।
প্রোগ্রামটি সার্বিক পরিচালনা ও বিশেষ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ইউনিট লিডার, বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক (আইসিটি এডমিন, চাটমোহর উপজেলা স্কাউটস)।
প্রোগ্রামে প্যাক মিটিং, ট্রুপ মিটিং, বিপির ৬টি পিটি, দড়ির কাজ (৬টি গেরো), আইন নৃত্যসহ স্কাউটিং এর বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড এর ফরম পূরণ এবং অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রস্তুতির উপর তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়সমূহ ইউনিট লিডার ও কাব/স্কাউট শিশুদের অবগত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশুরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে এবং ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়িংগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশুরা দুটি লোকনৃত্য পরিবেশন করে।
সব শেষে অংশগ্রহনকারী কাব ও স্কাউট শিশুদের সনদপত্র প্রদান করা হয়। গ্র্যান্ড ইয়েল ও পতাকা নামানোর মধ্যদিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ মোক্তার হোসেন খাঁন।