আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 13 May 2023 , 12:17:24
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি মাঠের বিদ্যুৎ চালিত মটর থেকে ট্রান্সফরমার চুরির হিড়িক পরেছে। গত এক সপ্তাহে ১২টি ট্রান্সফরমার চুরি করে নিয়েছে চোরের দল। একের পর এক ট্রান্সফরমার চুরি হলেও ধরা পরছে না কেউ।
জানা গেছে, গত এক সপ্তাহে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামে আলহাজ মুনসুর আলীর ১টি, ইব্রাহিম হোসেনের ১টি, ওয়াসিন গ্রামের মহসীন আলীর ফসলি মাঠে মধ্যে থেকে ৩টি, একই এলাকার চাঁন্দু সরকারের ১টি, আব্দুল আলিমের ১টি, বিলাসপুর গ্রামের সমশের আলীর ৩টি, পৌষার গ্রামের সুশীল সরকারের ১টি ভাদাশঁ গ্রামের এবাদ আলীর ১টিসহ বিদ্যুৎ চালিত সেঁচযন্ত্রের ১২টি ট্রান্সফরমার চুরি যায়।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামে আলহাজ মুনসুর আলীর ছেলে ইমরান হোসেন জানান, রাতের অন্ধকারে চোরের দল আমাদের ১টি ও আমার ভগ্নিপতির ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এখন আমরা সেঁচকাজ নিয়ে চরম বিপদের মধ্যে আছি।
উপজেলার বিলাশপুর গ্রামের শমসের আলী জানান, ট্রান্সফরমার চুরি যাওয়ার পর জমিতে সেচ কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছি। এছাড়া একদিন তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে এলাকার কৃষকের জমিতে সেঁচ দেয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
তাড়াশ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরি ঘটনায় থানায় দুটি অভিযোগ পেয়েছি। আমরা আগামীকাল থেকে কৃষক ও পুলিশের সমন্বয়ে ট্রান্সফরমার চুরি রোধে ফসলি মাঠগুলোতে পাহাড়ারার ব্যবস্থা করবো।
পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস বলেন, ট্রান্সফরমার চুরি ঘটনায় বিদ্যুৎ চুরি বন্ধে সচেতনার জন্য এলাকায় কৃষকের মোবাইলে সর্তকতামূলক ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে ও তাদের সচেতন করতে কাজ করছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিভিন্ন ফসলের মাঠে ১ হাজার ৫৮০টি গভীর ও অগভীর সেঁচযন্ত্র রয়েছে।