• Uncategorized

    সুজন’র চাটমোহর উপজেলা কমিটি গঠন

      সবুজ আলো প্রতিবেদক 22 December 2022 , 10:54:33

    পাবনা জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে চাটমোহর উপজেলা কমিটির তালিকা হস্তান্তরের মুহুর্ত।

    সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ পাবনার চাটমোহর উপজেলা কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  সকালে চাটমোহর পৌরসদরের জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত সিসিসিএল কার্যালয়ে “মতবিনিময় ও চাটমোহর উপজেলা কমিটি গঠন” শীর্ষক অনুষ্ঠানে সুজন পাবনা জেলা কমিটির নেতৃবৃন্দ সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এস. এম. হাবিবুর রহমান-কে সভাপতি এবং সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন-কে সম্পদক করে ২১ সদস্য বিশিষ্ট ‘সুজন চাটমোহর উপজেলা কমিটি’ ঘোষণা করেন।

    চাটমোহর উপজেলা কমিটির অপর সদস্যগণ হলেন সহ-সভাপতি দলিল লেখক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, সহ-সম্পাদক ঔষধ ব্যবসায়ী মো. ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সাপ্তাহিক সবুজ আলো পত্রিকার সম্পাদক মো. সিদ্দিক আলম সবুজ, নির্বাহী সদস্যগণ হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইউসুফ আলী, হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলী হায়দার সরদার, সাংবাদিক মো. মহিদুল ইসলাম খান, মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জহুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমরান হোসেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আনিছুর রহমান, চাটমোহর সরকারি কলেজের প্রভাষক স্বপন কুমার প্রামাণিক, হরিপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো. আব্দুস ছালাম, চান্দাই কলেজের প্রভাষক মো. আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রদ্যুৎ সরকার, অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা মো. ইউসুফ আলী মন্ডল, বিডি ক্লিন চাটমোহর টিমের সমন্বয়ক কে. এম. ফাহিম আল মেহেদী, পরিবেশক ব্যবসায়ী মুন্সি মুহাম্মদ হযরত আলী, সাংবাদিক ভিকটর কার্লোস রোজারিও এবং সমাজ উন্নয়ন কর্মসূচী (এসডিপি)’র নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান।

    মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ ও সুজন সাঁথিয়া উপজেলা সভাপতি আব্দুদ দাইন সরকার, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক পাবনার সেক্রেটারি ও সুজন পাবনা জেলা কমিটির সদস্য মো. আব্দুর রব মন্টু, পাবনা টাউন গার্লস হাইস্কুলের সহকারি শিক্ষক ও সুজন পাবনা জেলা কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, পাবনা কারিগরি মহিলা সংস্থা’র নির্বাহী পরিচালক, সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ও সুজন পাবনা জেলা কমিটির সদস্য মনোয়ারা পারভীন।

    আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন “সুজন দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সংগঠন। মানুষের মধ্যে সুনীতি ও অধিকার প্রতিষ্ঠায় মানুষ গুলোকে সাংগঠনিক শক্তি সৃষ্টি করতে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। যে কোনো দাবী আদায়ে সুজন প্রেসার গ্রুপ হিসেবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান করতে পারবে।

    সুজন চাটমোহর কমিটির আহবায়ক এস. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সুজন চাটমোহর কমিটির সদস্য কে. এম. বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সুজন চাটমোহর কমিটির সাবেক সভাপতি এস. এম. মিজানুর রহমান। স্থানীয়দের মাঝে বক্তব্য দেন অধ্যক্ষ আলী হায়দার সরদার, মো. শহিদুল ইসলাম, মো. ছাইফুল ইসলাম, মো. জহুরুল হক, মহিদুল ইসলাম খান।

    শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সুজন চাটমোহর কমিটির সদস্যদের মাঝে সুজন-এর সাংগঠনিক পরিচিতি, নীতিমালা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তালিকা ও চাটমোহর উপজেলা কমিটির তালিকা সম্বলিত ফাইল বিতরণ করেন।