নতুন সদস্যদের নাম ঘোষণা করছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: এপি
সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন ৬ সদস্য রাষ্ট্রের নাম ঘোষণা করেছে বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়নশীল দেশগুলোর গ্রুপ-ব্রিকস। জোহানেসবার্গে গ্রুপের শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বর্তমান ব্রিকস চেয়ারম্যান সিরিল রামাফোসা।
নতুন সদস্য দেশগুলো হলো—আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সাল থেকেই ব্লকে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতি নিয়ে গঠিত ব্রিকস। এই পাঁচ সদস্য বুধবার শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্লকটির সম্প্রসারণে রাজি হয়।
এর আগেও একবার ব্রিকসের সম্প্রসারণ হয়েছিল। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ২০০৯ সালে ব্লকটি গঠন করে। পরের বছর এতে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হয়েছিল।
ব্রিকস ব্লক বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশকে প্রতিনিধিত্ব করে, যারা বৈশ্বিক জিডিপিতে এক-চতুর্থাংশেরও বেশি অবদান রাখেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণার সময় রামাফোসার পাশে ছিলেন। ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নেননি। তার প্রতিনিধিত্ব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।