ঈদের ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলা অফিসের সময়ও বদলে যাচ্ছে আজ থেকে। নতুন অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চলতি মাসেই মন্ত্রিসভার বৈঠকে হয় এ সিদ্ধান্ত। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অফিস। বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।
এছাড়া ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় সাড়ে ৩টা থেকে বাড়িয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল।