মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ২৭ এপ্রিল ২০২৩ , ৬:১৬:১৫
পাবনার আটঘরিয়া উপজেলায় ক্যান্সার কিডনি, লিভার, সিরোসিস, স্টক, প্যারালাইসিস, জন্মগত, এবং হৃদরোগ, থ্যালাসেমিয়াস আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এর বাসায় এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এসময় আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন সহ উক্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, এ উপজেলায় ১৬ জনকে পঞ্চাশ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।