Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
আটঘরিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
11 August 2023 , 7:52:55
পাবনার আটঘরিয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে কদমডাঙ্গা এএন দাখিল মাদরাসা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় শাওন সেরা ফুটবল একাদশ ২-০ গোলে বরুরিয়া সবুজ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কদমডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল আলিম হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমডাঙ্গা এএন দাখিল মাদরাসার সভাপতি শফিক মন্ডল, সাবেক ইউপি সদস্য আজিজুর হক, বিশিষ্ট সমাজসেবক সাইদুল ইসলাম, ইলিয়াস হোসেন, জহুরুল ইসলাম মৃর্ধা, ইউপি সদস্য মোহাম্মদ আলী রানা।
ফাইনাল খেলায় ধারাবর্ণনায় ছিলেন প্রভাষক নজরুল ইসলাম।
খেলায় সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন সজল, সেরা গোলদাতা হয়েছেন সজীব এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদুল ইসলাম ওরফে শাহাই।