Uncategorized

আটঘরিয়ায় বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন 

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 30 September 2023 , 3:34:19

পাবনার আটঘরিয়া উপজেলায় ১০ দিনব্যাপি পিপিআর টিকাদান কর্মসূচীর ক্যাম্পেইন এর  শুভ উদ্বোধন হয়েছে।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন আটঘরিয়া ইউএনও মো: নাহারুল ইসলাম।

“পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এই স্লোগান সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন এর  শুভ উদ্বোধনী অনুষ্ঠানেে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, জেলা ভেটেরিনারি অফিসার সেলিম হোসেন শেখ প্রমুখ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন।

আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারা দেশব্যাপি একযোগে পিপিআর রোগের গনটিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই সারা দেশব্যাপি পিপিআর রোগের  গনটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আটঘরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও  পৌরসভায় এক যোগে এই গনটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে এই টিকাদান কর্মসুচি পরিচালিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১ নং – ৯ নং ওয়ার্ডে সকাল ৬ টা থেকে সকল ছাগল ও ভেড়াকে টিকা প্রদান নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এই টিকা প্রদান কার্যক্রমে ৩৬ জন কর্মী কাজ করবে এবং উপজেলায় ৫৭ হাজার ছাগল ও ভেড়াকে টিকা দেয়া হবে।