আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১০:৫০:৪৮
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় একদন্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ৫ নং ওয়ার্ড রানার্সআপ হয়।
রোববার (১৯ মার্চ) অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ মালিথা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এসএম মানিক হোসেন, একদন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, এয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ এলাকার সুধিজন।