• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় পরকীয়া সন্দেহে খুন হয় মুন্নি

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 23 November 2023 , 8:22:11

    পাবনার আটঘরিয়ায় মোবাইল ফোনে পরকীয়া সন্দেহে স্বামী লিটনের হাতে খুন হয় মুন্নী খাতুন (২৫)। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে আসামি মো. লিটন হোসেনকে (৩০) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলে তার দেয়া জবানবন্দি থেকে এ তথ্য জানা যায়।

    জানা যায়, গত ১০ নভেম্বর রাতে উপজেলার একদন্ত বারুইপাড়া গ্রামের মো. শহিদুল্লাহ মোল্লার ছেলে লিটন মিয়া ও তার স্ত্রী নুরুন্নাহার মুন্নির মধ্যে মোবাইলে কথা বলা ও পরকীয়া সন্দেহে ঝগড়া হয়। তারা স্থানীয় চন্ডিপাশা সরকারি আশ্রয়ণ প্রকল্পের বসবাস করতো। একপর্যায়ে রাতের খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। পরে ওই রাতেই লিটন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।

    আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মুন্নী হত্যা মামলার আসামি লিটনকে গত মঙ্গলবার রাতে উপজেলার জুমাইখিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার আদালতে সোপর্দ করলে স্বেচ্ছায় ১৪৪ ধারা জবানবন্দি প্রদান করে ও হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেন।