• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 11 November 2023 , 2:51:43

    প্রতীকী ছবি

    পাবনার আটঘরিয়ায় স্ত্রী মুন্নী খাতুনকে (২৫) শ্বাসরোধে হত্যা করেছে স্বামী লিটন হোসেন।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে  উপজেলার একদন্ত নরজান আশ্রয় প্রকল্পের নিজ বসতঘরে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।

    জানা গেছে, প্রায় আট মাস আগে একদন্ত বারই পাড়া নিয়ামতপুর গ্রামের শহীদ আলীর ছেলে লিটন হোসেন এর সাথে চৌকিবাড়ী গ্রামের পিয়ারুল হোসেনের মেয়ে মুন্নী খাতুনের বিয়ে হয়।

    নিহত মুন্নির মা জানান, বিয়ের পর থেকে জামাই লিটন হোসেন আমার মেয়েকে অমানুষিক নির্যাতন ও অত্যাচার চালাত।

    সে নিয়মিত নেশা করত। নেশার টাকা ফুরিয়ে গেলে আমার মেয়ে মুন্নীর উপর নির্যাতন করত । ঘটনার দিন রাতে আমার  মেয়েকে হত্যা করে ঘরের শিকল আটকিয়ে লিটন পালিয়ে যায়। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।

    এবিষয়ে আটঘরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম জানান, আশ্রয় প্রকল্পে বসবাসরত লিটন তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে। মামলা হলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।