• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    গুচ্ছে নয়, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

      নিউজ ডেস্ক 20 March 2023 , 7:19:28

    ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার।

    এর আগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নানা জটিলতার বিষয় উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেখানে সুস্পষ্টভাবে গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার কথা জানান তারা। বিষয়টি নিয়ে এর আগে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি। সে অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকদের মতামত নেওয়া হয়। এতে গুচ্ছের বিপক্ষে অধিকাংশ শিক্ষক মতামত দেন। ফলে গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

    তপন কুমার জোয়াদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার উপাচার্য ইউজিসির সভায় বিষয়টি উত্থাপন করবেন।