পাবনা

চাটমোহরে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  সবুজ আলো প্রতিবেদক ১৫ জুন ২০২৩ , ১০:৫১:৪০

তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । ছবি : তুষার ভট্টাচার্য্য

পাবনার চাটমোহরে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী বিলের পাকা সড়কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।

এসময় চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সাইদুর রহমান সাঈদ, সুকান্ত সাহা, উপ-সহকারী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী বিলের এক কিলোমিটার সড়কের দু’পাশে ৪০০ টি তালগাছের চারা রোপণ করা হবে।