সবুজ আলো ডেস্ক ২ মার্চ ২০২৩ , ১১:০৩:১০
পাবনার চাটমোহরে একটি দোকানের সামনে থেকে ৭ ড্রাম (প্রায় দেড় হাজার লিটার) তেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ মার্চ ) দিনগত রাত ১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে রবিউল স্টোর নামক দোকানে এ ঘটনা ঘটে। চুরির ঘটনা সংঘটিত হবার সময় দোকান মালিক বিষয়টি বুঝতে পেরে উচ্চস্বরে প্রতিবেশিদের ডাকাডাকি শুরু করলে পালিয়ে যায় চোরচক্র।
দোকান মালিক রবিউল করিম জানান, প্রতিদিনের মত বুধবার রাতে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ঘুমাতে যান। রাত প্রায় ১টার দিকে শব্দ শুনে ঘুম থেকে জাগা পেয়ে দেখেন চোরচক্র তার দোকানের সামনে থেকে একের পর এক তেলের ড্রাম রাস্তায় রাখা পিকাপ গাড়িতে তুলছে। প্রাণ ভয়ে বাইরে না বেড়িয়ে উচ্চস্বরে তিনি প্রতিবেশিদের ডাকাডাকি শুরু করেন। এসময় ৫ ড্রাম ডিজেল ও ২ ড্রাম কেরোসিন তেল নিয়ে পালিয়ে যায় চোরচক্র। তৎক্ষনাৎ ঘটনাটি পুলিশকে জানালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। চুরি হওয়া তেলের মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, তেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে আটক ও তেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।